মখলিছ মিয়া ॥ শারদীয় দুর্গাপূজায় হবিগঞ্জ শহরের রাস্তাঘাট সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সদস্যরা। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী থেকে শুরু হয়ে বিজয়া দশমী পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করবেন। এই স্বেচ্ছাসেবী দলের নেতৃত্ব দেবেন জেলা শাখার সহ-সভাপতি শামসু মিয়া। এ উপলক্ষে সোমবার শহরের সিনেমা হল এলাকায় এক দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাফর আলী। অনুষ্ঠানে শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সভাপতি শফিকুল ইসলাম জানান- শারদীয় দুর্গোৎসবে হবিগঞ্জ শহরের রাস্তায় যানজটমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জেলা ট্রাফিক পুলিশের চাহিদা অনুযায়ী তারা স্বেচ্ছাসেবক দল দিয়েছেন। এর আগের দুর্গাপূজাতেও সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়েছেন।
তিনি বলেন- আমাদের সদস্যরা আনন্দের সাথেই এ কাজে অংশ নেন। এজন্য তারা নিজের টাকায় গেঞ্জি-ক্যাপ তৈরি করেছেন। আমরা চাই উৎসব হোক নির্বিঘ্ন ও আনন্দময়।
সংগঠনটির নেতারা জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিকরা নিজেদের কর্মঘণ্টার একটি অংশক ত্যাগ করে এ স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেট প্রদানের দাবি জানিয়ে আসছেন।