স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আহসানিয়া মিশন এলাকায় ঝুমা রাণী দাশ (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার সজিৎ দাশের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তাদের অভিযোগ জরুরি বিভাগে দীর্ঘক্ষণ তাকে ফেলে রাখার পরও চিকিৎসা করেনি। যার ফলে ওই নারীর মৃত্যু হয়। তবে ডাক্তার জানিয়েছেন, তিনি ইদুর নিধনের ওষুধ বুলেট সেবন করেছেন। বিষমুক্ত করার পরও তার অবস্থা আশংকাজনক ছিল।