স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রজব আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। ঈদ উপলক্ষে সে বাড়ি এসেছিলো। রজব আলী নারায়ণপুর গ্রামের বাসিন্দা। গতকাল বিকালেই তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।