শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু (৫০) ও পৌর যুবলীগ নেতা রকি মিয়া (৩৫) কে আটক করছেন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার মোহন সিনেমা হল রোড থেকে রকি মিয়াকে আটক করেন ও রাত প্রায়-৮ টার দিকে মধ্য বাজার থেকে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টুকে আটক করা হয়। পরে ছাত্রদল নেতা ফখরুল ইসলামের অফিস ভাংচুর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। জহিরুল ইসলাম সেন্টু পৌর এলাকার নগর গ্রামের মৃত হাজী নুর মিয়ার পুত্র ও যুবলীগ নেতা রকি শরীফনগর গ্রামের মুত আলাউদ্দিন মিয়ার পুত্র। আটককৃতদের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানা যায়, তবে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে সফিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল নেতা ফখরুল ইসলামের অফিস ভাংচুর মামলায় আটক করা হয়েছে।