স্টাফ রিপোর্টার ॥ গরম আসার সাথে সাথে হবিগঞ্জ শহরে শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজী। কোনো সিডিউল ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুত বন্ধ রাখা হয়। চলছে এসএসসিসহ বিভিন্ন পরীক্ষা। এ সময় শিক্ষার্থীরা বিদ্যুতের ভেলকির কারণে পড়াশোনা করতে পারছেন না। এদিকে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী এবং জরুরি সেবার মোবাইল ফোন রিসিভ না করায় এ ব্যাপারে কোনো তথ্যও জানা যায় না। বিদ্যুতের ভেলকির কারণে অফিস-আদালত-ব্যাংক-বীমা-স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ কর্মে ব্যাঘাত ঘটছে। এরপরও তাদের টনক নড়ছে না। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। আর গরমের সময় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়। অনেকেই মনে করছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের খামখেয়ালির কারণেই এমন সমস্যা হচ্ছে। সমস্যার সমাধান না হলে গ্রাহকরা আন্দোলনের হুশিয়ারী দেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কয়েকটি সংবাদপত্রও প্রকাশিত হয়নি। এ বিষয়ে গ্রাহকরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।