মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাইওয়ে হোটেল’র কাছ থেকে মোছাঃ কুবেরা বেগম (৩৫)’র লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। সে লাখাই উপজেলার মোড়াকুড়ি ইউনিয়নের কাতলা বাড়ী গ্রামের ছানু মিয়ার মেয়ে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান জানান রোববার সকালে খবর পেয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআই হবিগঞ্জ এর ইনচার্জ পুলিশ সুপার মোঃ হায়তুন নবীকে অবগত করলে তাৎক্ষনিক লাশের শরীর থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে বিকালের দিকে পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।