মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের তিন ফসলি জমি থেকে ড্রেজার মেশিন লাগিয়ে পাইপ যোগে মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। গত বছরও একই কায়দায় জমি থেকে মাটি তুলে ফসলি জমি বড় বড় গর্তে পরিণত করেছে। কৃষকরা নিরীহ প্রকৃতির হওয়ায় প্রতিবাদ করেও কোন সুফল পাচ্ছেনা।
মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে প্রতিনিয়ত ঘটছে এই মহাযজ্ঞ। কৃষি জমি থেকে মাটি উত্রোলন বন্ধ করতে শিমুলঘর গ্রামের ফকরুজ্জামান মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান- শিমুলঘর গ্রামের পশ্চিম দিকে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার আঃ হাকিমের নেতৃত্বে গত বছরের ন্যায় এ বছর তিন ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি বালু তুলে পাইপযোগে দুরে সরিয়ে নিচ্ছে। ওই এলাকার কৃষকরা কৃষি জমির ওপর তাদের জীবিকা নির্ভরশীল। কিন্তু মাটি তুলে জমি গর্ত করে ফেলায় এখন কৃষি জমি কমে গেছে। কৃষি জমি সুরক্ষা হচ্ছেনা।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, কৃষি জমি সুরক্ষা করা খুবই অপরিহার্য। কারন কৃষি জমি গেলে দেশে খাদ্য সংকট দেখা দেবে। যারা কৃষি জমি নষ্ট করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাসেদ বলেন, গত বছর এ কাজ করার জন্য আমরা নিষেধ করেছিলাম। এবারও তারা এটি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কৃষি জমি রক্ষা করা যাবেনা। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে।