স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাটলী গ্রামে টমটমের ভাড়া নিয়ে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের জহুর আলীর সাথে একই গ্রামের ফরিদ মিয়ার টমটম ভাড়া নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ইউসুফ আলীর পুত্র সায়েল (৪৫), জরিনা (৫০), সিকদার মিয়া (৭০) সহ ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।