মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি হোসাইন আলী রাজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল। তিনি এক শোক বার্তায় জানান হোসাইন আলী রাজন ছিলেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক। মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত দল ও এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল একজন খাটি নেতাকে হারালো। আমি তার বি-দেহী আত্নার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া শোক প্রকাশ করেছেন।