মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে উজেলার চৌমুহনীর ইউপির কমলানগর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহতরা হলেন- কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ (৬০), একই গ্রামের আব্বাছ উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম (৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া ৩৭) ও সাবিনা বেগম (৩৬)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কমলানগর গ্রামে নাজিম উদ্দিন শাহ ও জহুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উল্লেখিতরা আহত হন। সংঘর্ষের পর কমলানগরের আসাদ আলীর বাড়িঘর লুটপাট ও ভাংচুর করা হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই এখনো অভিযোগ দেয়নি।