মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মনতলা শাহজালাল সরকারি কলেজের এক কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং করছে উপজেলার জয়পুর গ্রামের রিপন ও তানভীর নামে দু’যুবক। কলেজে আসা যাওয়ার পথে জোর পূর্বক ছবি উঠানোসহ অশালীন অঙ্গভঙ্গি করে নানাভাবে হয়রানি করছে ওই ছাত্রীকে।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে ছাত্রীর পিতা গতকাল বুধবার বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ছাত্রীর পিতা জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের রিপন ও তানভীর নামে দু’যুবক তার কলেজ পড়ুয়া ছাত্রীকে কলেজে যাওয়ার পথে গত কয়েক মাস ধরে ইভটিজিং করে আসছে। ভয় দেখিয়ে জোরপূর্বক ছবি তুলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ বিষয়ে গ্রামে সালিশ ডাকা হলে দু’যুবক সালিশে এ ধরনের কাজ আর করবেনা বলে অঙ্গিকার করে। এর কিছু দিন পর তারা পুনরায় কলেজে আসা যাওয়ার পথে নানাভাবে হয়রানি করছে। মান সম্মান ও অপহরণের ভয়ে তার মেয়ে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি। অভিযুক্ত রিপনের দাবি তারা কলেজ ছাত্রীকে কোন ধরনের হয়রানি করছেনা। তাদের অভিযোগ সঠিক নয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।