চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদের উপর হামলা চালিয়ে জমি দখলের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত মোঃ আব্দুর রহমানের ছেলে কাহহার মিয়া (৫০), মোঃ মোস্তাহিদ মিয়া (৪৪) ও কাহহার মিয়ার ছেলে মোঃ মোশাহিদ মিয়া (২৪)। জানা যায়, একই ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার নিজ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমন করে। এ সময় তাঁর শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রশাসনকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সার্জেন্ট মোতাবর হোসেন ও চুনারুঘাট থানার উপপরিদর্শক মোল্লা রফিকসহ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ জানান, কাহহার ও তার লোকজন দীর্ঘদিন ধরে প্রভাবখাটিয়ে তার উপর জুলুম অত্যাচার করে আসছে। তারা ওই এলাকার কুখ্যাত দাঙ্গাবাজ, তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। কাহ্হার বল প্রয়োগ করে আমার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আমি তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিব। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।