স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রিপন শীলের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে রিপন শীলের স্ত্রী ও মায়ের হাতে এই টাকা তুলে দেন। জানা যায়, রিপন শীলের পরিবার গত ৪০ বছর যাবত আলহাজ্ব জি কে গউছের পারিবারিক বাসায় ভাড়া থাকেন। এই বাসায় রিপন শীলের পরিবার যত দিন থাকবে আর ভাড়া দেয়া লাগবে না বলে তার পরিবারকে জানান আলহাজ্ব জি কে গউছ। রিপন শীলের পরিবার জানান- গত ৫ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে রিপন শীল নিহত হয়।