স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্বপ্নধারাট্যুর এন্ড ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ পৌর এলাকার কোর্ট স্টেশন রোডে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিনকুদ্দুস, রিচি ২নং ইউ/পি আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, মোতাহার হোসেন রিজু, সারোয়ার হোসেন জয়, ভজন গোপ, হাফিজুর রহমান স্বপন প্রমুখ। প্রতিষ্ঠানটি আমেরিকা, কানাডা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যেও যেকোন দেশের ভিসা ও টিকেট বুকিংসহ বিদেশযাত্রীদের যাবতীয় সেবা প্রদান করবে। উদ্বোধন শেষে অতিথিদের মাঝে মিষ্টি বিতরন করেন প্রতিষ্ঠানের পরিচালক কার্তিক দেব ও প্রশনজিৎ দেব।