স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টির কবলে পড়েছে হবিগঞ্জ। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে চলেছে। সোমবার (২৭ মে) ভোর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারি বৃষ্টিতে রূপ নিয়েছে, সঙ্গে বেড়েছে বাতাসের তীব্রতা। সরেজমিনে দেখা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টির কবলে পড়লেও বাতাসের তীব্রতায় এখনো কোনো য়তির তথ্য পাওয়া যায়নি। তবে টানা বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খুব বেশি প্রয়োজন ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না কেউ। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাপন। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষরা। দমকা হাওয়ার গতিবেগে জেলাবাসী শঙ্কিত হলেও কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, মোহনপুর, সিনেমা হল, ঘোষপাড়া, কোর্ট স্টেশন, সদর মডেল থানা, উত্তর শ্যামলী, হরিপুর, পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কসহ বিভিন্ন এলাকা হাটু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া বলেন, কয়েকদিন ধরেই শুনছি ঘূর্ণিঝড় আসছে। এরকম খবরে আমরা আতঙ্কিত ছিলাম। ভোর থেকে প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, পরে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করে, সঙ্গে শুরু হয় দমকা বাতাস। টানা বৃষ্টি ও দমকা বাতাসের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা জুয়েল বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বইছে তীব্র বাতাস। এতে জনমনে শঙ্কাসহ জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। তবে এখনো পর্যন্ত আমাদের এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।