সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ উপজেলা পরিষদ ভোট গ্রহণ আজ ॥ ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন প্রার্থী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আজ অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম। নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১১৬ টি কেন্দ্রের ৬৯১টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮২৭১৪ জন। এর মাঝে পুরুষ ভোটার সংখ্যা ১৪১৭৩৪ জন মহিলা ভোটার সংখ্যা ১৪০৯৭৯জন হিজরা ভোটার ১ জন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ১৫টি মোবাইল টিম ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সমগ্র উপজেলা জুড়ে ২ জন জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রত্যেক ভোট কেন্দ্রে ১ জন পুলিশ এসআই/এএসআই এর নেতৃত্বে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে কেন্দ্রভেদে ১৭/২২ জনের আইনশৃঙ্খলা বাহিনীর টিম দায়িত্ব পালন করবে। এ ছাড়াও ৮ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। ১১৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে দূর্গম এলাকার কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এবারের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), মুজিবুর রহমান শেফু (চিংড়ি মাছ), নূর উদ্দীন চৌধুরী বুলবুল (দোয়াত কলম), ইমদাদুর রহমান মুকুল (হেলিকপ্টার), সুলতান মাহমুদ (মোটরসাইকেল), শাহ আব্দুল খয়ের (কৈ মাছ), বুরহান উদ্দীন (আনারস), শেখ মস্তফা কামাল (কাপ প্লেইট) প্রতীক নিয়ে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ (মাইক), সাইফুল জাহান চৌধুরী (তালা চাবি), আব্দুল আলী ইয়াসিনি (টিয়া পাখি), মুরাদ আহমদ (চশমা), আলমগীর চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব), রুবেল আহমদ (টিউবওয়েল), অনর উদ্দিন জাহিদ (উড়োজাহাজ), সিদ্দিকুর রহমান (বই), হেলাল চৌধুরী (আইসক্রিম), প্রতীক নিয়ে লড়ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস), শেখ ছফা রহমান কাকলি(ফুটবল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- ইতিমধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আশা করছি সকলের সহযোগিতা শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com