নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ফার্মাসিউক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সভাপতি মোঃ গোলাম রহমান লিমন এর উদ্যোগে ও ম্যানাজার এসোসিয়েশনের সমন্বয়ে নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মিম্বর টাওয়ারের ৩য় তলায় বিবিয়ানা চাইনিজ এন্ড পার্টি সেন্টারে গত শনিবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু (সিলেট মিরর), সাবেক সভাপতি এটিএম সালাম (যায়যায়দিন), নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া (কালের কন্ঠ) ও ক্বারী মোঃ আবু বক্কর। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন- এরিয়া ম্যানাজার মোঃ হুমায়ুন কবির (ইনসেপ্টা), আবু হানিফ (রেনেটা), আব্দুল হামিদ (এপেক্স)। সার্বিক সহযোগিতায় মোঃ ফখরুল ইসলাম (এসকেএফ), এচাহাক আলী (নিপা ফার্মা)। এমপিওদের মধ্যে মাসুদ তালুকদার (লীড ফার্মা), হাকিম নজরুল ইসলাম (ফেনী দাওয়াখানা), রুবেল রানা (রেডিয়েন্ট), বিনয় কুমার (সোমাটেক), কিরন দেব (এপেক্স), গৌতম চন্দ্র দেব (কনকর্ড)। ম্যানাজার এসোসিয়েশনের মধ্যে উপস্থিত ছিলেন- ইমানুর রহমান (একমি), হজরত আলী (নাভানা), হাফিজুর রহমান (পপুলার), ঊজ্জ্বল কুমার মোদক (কুমুদিনী), শাহিনুর রহমান (এরিস্ট্রো ফার্মা), আরিফুল ইসলাম (ড্রাগ), এমডি মুর্শেদুল আলম (হেলথ কেয়ার), মোঃ জাকারিয়া (জিসকা), লোকমান মিয়া (গ্লোভ), আকরাম হোসেন (এলকো), নয়ন মনি সরকার (সিলকো), দীনেশ রঞ্জন দাশ (ওয়ান ফার্মা)। ফারিয়া’র সদস্যদের মধ্যে লুৎফুর রহমান (টীম), আরব আলী, দুলাল উদ্দিন, মতিউর রহমান (স্কয়ার), আশরাফুল, তৌহিদুল ইসলাম, আলমগীর মিয়া (এসকেএফ), আল মামুন (ইনসেপ্টা), বেনজির খাঁন, ইমন আহমেদ (বেক্সিমকো), মোশাহিদ আলী, রমজান আলী, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, ইমরান আহমেদ, আইয়ূব আলী (রেনেটা), মুমিন মিয়া, ইব্রাহিম, আবু রায়হান, মোঃ সেলিম (এসিআই), রুবেল রানা- ২, শরিফ উদ্দিন, আব্দুল হাদী, নাজমুল হক (রেডিয়েন্ট), মোঃ হুমায়ুন কবির, মোঃ রাজু আহমেদ (ড্রাগ), মহসিন আলী, জাহাঙ্গীর (অপসোনীন), সুব্রত ঘোষ (একমি), সাইফুল (পপুলার), সানি খন্দকার (হেলথ কেয়ার), রাজিব চক্রবর্তী (এরিস্ট্রো ফার্মা), রবিউল ইসলাম (ইউনিমেট হেলথ), মিজান (জিসকা), বাপ্পী (ওয়ান ফার্মা), রাশেদুল আলম, রুবেল হোসেন (ইবনে সিনা), আব্দুর রাজ্জাক (নাভানা)। পরিশেষে সকল এরিয়া ম্যানাজার, বিশেষ অতিথি ও ফারিয়া’র সদস্যগণ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজন করার জন্য ফারিয়ার সভাপতি মো: গোলাম রহমান লিমনকে ধন্যবাদ জানান।