স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় হবিগঞ্জের বাসিন্দা পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়ে অপর এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মহিউদ্দিন আহমেদ (৩৬)। তিনি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। সে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আলাপুর গ্রামের বেনু মিয়ার পুত্র। সে আহত পুলিশ কর্মকর্তা হলেন এএসআই মামুন আহমেদ। শান্তিগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কবির বলেন, দুই পুলিশ কর্মকর্তা সিলেট থেকে প্রাইভেট কারে করে সুনামগঞ্জ আসছিলেন। কারটি চালাচ্ছিলেন এএসআই মামুন আহমেদ। শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় আসার পর কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এএসআই মহিউদ্দিন আহমেদ। পরে স্থানীয় লোকজন মামুন আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শান্তিগঞ্জ থানার ওসি মুক্তাদীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে। আহত অপর এক পুলিশ সদস্যকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।