সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

র‌্যাবের অভিযানে শ্রীমঙ্গলে বিপুল পরিমান নকল টাকা ও ভারতীয় রুপি উদ্ধার ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-২ এর একটি দল বিপুল পরিমান জাল ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ যোগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে জাল রুপি ও জাল টাকাসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২:৩০ টায় র‌্যাবের পক্ষে গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচলনা করে। এ সময় ভারতীয় ১৪ লাখ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশি ৬৯ লাখ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোট জব্দ এবং যোগেন্দ্র মল্লিক (৪১) নামে জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। যোগেন্দ্র মল্লিকের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন থেকে জাল মূদ্রা তৈরির সাথে জড়িত বলে স্বীকার করেন। গ্রেফতার ব্যক্তিকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত জাল মূদ্রাসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com