বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, যুগান্তর প্রতিষ্ঠা লঘ্ন থেকে দেশ ও দেশের কল্যণে সংবাদ পরিবেশন করে আসছে। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাত ধরে দীর্ঘ পরিক্রমায় সাফল্যের শিখরে পৌঁছে যায়। তার মৃত্যুর পর মহধর্মীনি সাবেক মন্ত্রী সালমা ইসলামের তত্বাবধানে ও অভিজ্ঞ প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলামের সম্পাদনায় পরিচালিত হয়ে পাঠকের মনজয় করে বর্তমানে দেশ সেরা দৈনিক যুগান্তর।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যুগান্তর বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও শামীম আহমেদ চৌধুরীর পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বানিয়াচং সাংবাদিক কামরুল হাসান কাজল ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী মোঃ আঙ্গুর মিয়া।
আরও বক্তব্য রাখেন-সাংবাদিক মিজানুর রহমান মিজান, এশিয়ান টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলা টিভি প্রতিনিধি আল আমিন খান, সাংবাদিক অ্যাডভোকেট আবুল বাশার সুয়েম, আব্দুল বাছিত আজাদ, শফিউল করিম ফুয়াদ, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ সজিব হাসান, রাসেল মিয়া ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক আলামিন প্রমুখ।