রবিবার, ১২ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ মার্ডার মামলার প্রধান আসামী বদির ব্রাহ্মবাড়িয়া থেকে গ্রেপ্তার ॥ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ॥ শিক্ষক রিপন দাস ও নিম্নমান সহকারী রুমেন চৌধুুরী বরখাস্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির সদর থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি আটক ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারকে সুরবিতানের সংবর্ধনা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক টিপুকে সমর্থন ও সহযোগিতার আহ্বান ॥ ১৮ মে শনিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমাবেশ আগুয়া গ্রামে সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে দেখতে গেলেন এমপি রুয়েল ও সাংবাদিক পাবেল

নবীগঞ্জ শহরে বিক্ষোভ ॥ বাসা-ব্যবসা প্রতিষ্ঠান ও সিএনজি স্ট্যান্ড ভাংচুর ॥ আইসিইউতে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে ছাত্রলীগ নেতা রুবেল

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের এক গ্রুপের হামলায় গুরুতর আহত নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলকে আইসিইউতে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। রুবেলের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে রুবেলের পরিবার। হামলার ঘটনার জের ধরে শুক্রবারও বিক্ষোভ, সিএনজি স্ট্যান্ড, যুবলীগ নেতা ও এক মুক্তিযোদ্ধার দোকানপাঠ ও বাসা ভাংচুরের ঘটনা ঘটেছে। স্ট্যান্ড ভাংচুরের ঘটনায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে বন্ধ ছিল সিএনজি অটোরিকশা চলাচল। অপরদিকে রুবেলের উপর হামলার ঘটনায় শাহাদাত হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনার পর থেকে শহরজুড়ে আতঙ্ক -উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়- এক বছর আগে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। কিছুদিন পর কেন্দ্র থেকে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি ঘোষনা দেয়া হয়। এরপর থেকে উভয়পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসে ছিল জাহিদুল ইসলাম রুবেল। এসময় রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। এতে গুরুতর আহত হয় রুবেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর পেয়ে জাহিদুল ইসলাম রুবেলের অনুসারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নবীগঞ্জ শহরে অবস্থান নেয় ও পরে জয়নগরস্থ নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা করে। হামলার সময় নাজিমের দুটি সিএনজি ও বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে শহরে একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে নবীগঞ্জ শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। আতঙ্ক ও উৎকন্ঠা বিরাজ করছে ব্যবসায়ী ও জনসাধরণের মাঝে। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের অস্ত্রপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে। অস্ত্রপচারের পর জাহিদুল ইসলাম রুবেলকে আইসিইউতে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। রুবেলের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তার পরিবার। শুক্রবার ছাত্রলীগ নেতা রুবেলের অনুসারীরা নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেলের বাসা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দর আলীর ব্যবসা প্রতিষ্ঠান, বাসভবন ভাংচুর করেছে, হামলা চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের হাসপাতালের সামনে অবস্থিত সিএনজি স্ট্যান্ড। এ ঘটনার পর থেকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে বন্ধ রয়েছে সিএনজি চলাচল। শুক্রবার রাত ১১টা পর্যন্ত রুবেলের উপর হামলার ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে বিকেলে রুবেলের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শহরে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। অন্যথায় আরও কঠোরভাবে পাল্টা জবাব দেয়া হবে বলেও হুশিয়ারী দেয়া হয়। নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ হাসপাতালের সামনে অবস্থিত সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার খেলু মিয়া বলেন- ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে সিএনজি স্ট্যান্ডে কেন ভাংচুর করা হয়েছে আমরা জানিনা, হামলার ঘটনাটি দুঃখজনক। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ছাত্রলীগ নেতা রুবেলের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাত হোসেন নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, বিশৃঙ্খলা এড়াতে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com