বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-বাহুবল উপজেলা নির্বাচনে বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ২২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবিগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা স্থগিত বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান পেলেন ২৬৯ ভোট সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা হবিগঞ্জে রশীদিয়া ট্রাভেল সার্ভিসের কার্যক্রম শুরু ॥ অফিস উদ্বোধন নবীগঞ্জে নাকানি চুবানি খেয়েছেন আওয়ামীলীগের ৫ নেতা শিক্ষা বিস্তারে স্কুল ও মাদ্রাসায় উপকরণ বিতরণ করা হয়েছে-সৈয়দ শাহজাহান শহরে রাজনগরে মিশুকসহ ২ চোর হাতেনাতে আটক নবীগঞ্জে পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার শহরে চোরের উপদ্রব ॥ দুই মাসেও গেজেট মোবাইল দোকানের মালের হদিস মিলেনি

মাধবপুর ও বিজয়নগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ॥ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও বিজয়নগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মাধবপুরে ট্রাক চাপায় নবী মিয়া (৩০) নামের এক ট্রাক হেলপার ও বিজয়নগরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক নামে এক এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। অপর ঘটনায় বিজয়নগর উপজেলার বীরপাশায় ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক নামে এক এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন ৫ জন। জানা গেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এ সময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পৃথক ঘটনায় মাধবপুর সংলগ্ন বিজয়নগর উপজেলার বীরপাশা নামক স্থানে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক নামে এক এ্যাম্বুলেন্স চালক মারা গেছেন। খালেক শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এ্যাম্বুলেন্স চালকের সহযোগী শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের আছাদ্দর মিয়ার ছেলে জাহান মিয়া জানান, তারা শ্রীমঙ্গল থেকে ফেনীতে একটি মরদেহ নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে বুধবার দিবাগত রাত ১২টার দিকে বীরপাশা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে সজোরে এ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ট্রাকের ধাক্কায় এম্বুলেন্স চালক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন মরদেহ তাদের জিম্মায় রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com