স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বতর্মান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, মোঃ মশিউর রহমান শামীম, মোঃ মহিবুল ইসলাম শাহীন, সৈয়দ আশিকুর রহমান, ইংল্যান্ড প্রবাসী চৌধুরী নিয়াজ মাহমুদ ও মোঃ ওয়াসিম উদ্দিন। লাখাই, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব গতকাল নির্বাচন কমিশনে প্রার্থীদের এ তালিকা প্রেরণ করেন।