মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন উন্নয়নের প্রতীক ঘোড়া মার্কায় অতীতের ন্যায় আবারও বিজয়ী করে জনগণের পাশে থাকার সুযোগ দিন। বিগত দিনে আপনারা আমাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে তা পালন করেছি। তাই আসন্ন উপজেলা নিবার্চনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার দিনব্যাপি বহরা ইউনিয়নের কৃষ্ণপুর, মনতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে জনসাধারনের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন। এ সময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, হামিদুর রহমান হামদু, সুমন চৌধুরী, আনিছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।