বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে কবরস্থানে গরু-ছাগল ছড়ানো নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১ হবিগঞ্জের ৬৪৩ মণ্ডপে দূর্গোৎসব শুরু হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এক দিনের রিমান্ডে আজ মহাসপ্তমী- ঘরে ঘরে জ্বলে উঠুক আনন্দের দীপশিখা জেলা ছাত্রদল নেতা হাফিজের মোটর সাইকেল চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার শিক্ষার্থী-এলাকাবাসীর আন্দোলনের পর ॥ নবীগঞ্জে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ নবীগঞ্জের খনকারী গ্রামের বিশিষ্ট মুরুব্বি পীর শাহ্ শামছুল আলমের ইন্তেকাল জানাযাজার নামাজে মানুষের ঢল মাধবপুরে এক নারীর লুন্ঠিত টাকা ও মোবাইলসহ ৩ ছিনতাইকারী আটক মাধবপুরে চা-শ্রমিকের মাঝে রেইনকোট সেলাই মেশিন ও ফ্যান বিতরণ হবিগঞ্জে “প্রকৃতি ও জীবন” শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫৬ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্যে সফররত কলকাতার বিশিষ্ট সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের এক প্রীতি আড্ডা ও মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২১ মে ২০২৪) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, গবেষক, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহ-সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, শিক্ষিকা প্রিয়াংকা গুপ্তা প্রমুখ। শুভেচ্ছা জানিয়ে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতি’র সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ড. আজিজুল আম্বিয়া। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ২৬ শে টেলিভিশনের সিইও জামাল খান, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও সুপ্রভাত মিশিগান লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য- এনএল২৪ এর হেফাজুল করিম রাকিব, সাংবাদিক হাফসা ইসলাম, এটিএন বাংলা ইউকের মুকুল, কমিউনিটি এক্টিভিস্ট আছমা মতিন, কমিউনিটি এক্টিভিস্ট শর্মিষ্টা হালদার, আশরাফুল হক, অভিষেক ঘটক, কমিউনিটি এক্টিভিস্ট সানাউল্লাহ প্রমূখ। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতিকে ফুল, বই ও বিভিন্ন উপহার সামগ্রি তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। এ প্রীতি আড্ডায় বক্তারা বলেন- এপার বাংলা, ওপার বাংলা ও তৃতীয় বাংলার মধ্যে বাংলা ভাষাভাষি শিল্প সংস্কৃতির মৈত্রী সম্পর্ক আরো সুদৃঢ হবে। আর তরুণ প্রবীন সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা এর সেতুবন্ধন হয়ে আছেন, থাকবেন। উল্লেখ্য, শর্মিলা মাইতির উপস্থাপনায় শর্মিলা শো নামে একটি চ্যানেল ইউটিউব ও ফেসবুকে ইতিমধ্যে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। তিনি আনন্দবাজার পত্রিকা, আনন্দলোক, টাইমস অফ ইন্ডিয়া, জি ২৪ ঘণ্টা চ্যানেলের বিনোদন সাংবাদিক ও অ্যাঙ্কর। আনন্দবাজার গ্রুপের তরফ থেকে ‘অপরাজিতা’ সম্মাননা ও দুবাই থেকে উমা এক্সেলেন্স পুরস্কার পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com