সোমবার, ১৩ মে ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী চৌধুরী অনর উদ্দিন জাহিদের বাসভবনে মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামীলীগ (কোভেন্ট্রি শাখার) সিনিয়র সহ-সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ এঁর বাস ভবনে বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এযেন এক মিলন মেলায় পরিণত হয়। গতকাল ১৭ জুন শনিবার ২টার দিকে অনর উদ্দিন চৌধুরী জাহিদের বাসভবন উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, শ্রমিক লীগ নেতা আব্দাল করিম, অঞ্জন পুরকায়স্থ, কুর্শি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ইউপি বিএনপি সভাপতি মতিউর রহমান জামান, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ: আউয়াল, অবসর প্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম রেনু, আওয়ামী লীগ নেতা মোতাব্বির সরদার, ইউপি যুবলীগ সভাপতি নেছার আহমেদ জগলু, কালিয়ারভাঙ্গা ইউপি যুবলীগের সাবেক সভাপতি স্বাধীন চৌধুরী, আওয়ামীলীগ নেতা রাশিকুল ইসলাম, কুর্শি ইউপি বিএনপি নেতা মঈনুল ইসলাম বাচ্চু, আব্দুর রকিব, জাকির হোসেন, আ: মালিক, নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী, যুবলীগ নেতা আব্দুস সামাদ আজাদ, মীর্জা আশরাফুল বেগ রনি, বিশিষ্ট মুরব্বি আব্দুল হালিম রুহল আমীন প্রমুখ। অনর উদ্দিন চৌধুরী জাহিদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করে করি। পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি বিজয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নবীগঞ্জ উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষের দোয়া/আশির্বাদ ও সমর্থন কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com