শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ত্রৈমাসিক সমন্বয় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৫ জুন) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন প্রবীণ সাংবাদিক বাহার উদ্দিনের সভাপতিত্বে ও হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা সংগঠন সমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক সাংবাদিক ইমদাদুল হোসেন খান, নাগরিক উদ্যোগের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি চুনারুঘাট লাল চান্দ চা বাগানের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপক গোয়ালা ও তৃষ্ণা রায়, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল তালুকদার, মাধবপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান এসএম শামীম, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাব্বির হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল উদ্দিন, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি হবিগঞ্জ হিজরা কল্যাণ সংস্থার সভাপতি মাইশা হিজরা, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজকল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ইউপি মেম্বার শামসুন্নাহার, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য কৃষ্ণ কুমার সিংহ, হবিগঞ্জ জেলার হিজরা জনগোষ্ঠীর গুরু মা সুমনা হিজরা, তোফাজ্জল হিজরা, দলিত জনগোষ্ঠীর স্বজন রবিদাস, রামচরণ রবিদাস, এএনসি মেম্বার শরীফ আহমেদ প্রমূখ।সভায় এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় ও ইস্যু চিহ্নিত করে সমস্যা সমাধানের পরিকল্পনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com