স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা থেকে বাচ্চাদের জন্য কাপড় নিয়ে বাড়ি ফেরা হলো না বানিয়াচংয়ের রাজমিস্ত্রি মাহমুদ মিয়ার (৪০)। ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রাণ গেলো তার। এদিকে তার মৃত্যুর গাফিলতির জন্য রেল পুলিশকে দায়ি করছেন স্থানীয়রা। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে বানিয়াচং সদরের চাঁনপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার পুত্র।
জানা যায়, অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান রেখে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন মাহমুদ। ওই দিন কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে বাড়ি আসার জন্য রওয়ানা হন এবং বাচ্চাদের জন্য নতুন কাপড় নিয়ে আসেন। ট্রেনটি শায়েস্তাগঞ্জ থামলে মাহমুদ নামতে গিয়ে হোচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় চিৎকার করলেও তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এমনকি পাশে থাকা পুলিশও এগিয়ে আসেনি। পরে ট্রেন ছেড়ে দিলে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
জ্ঞান হারিয়ে ফেললে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বাদশা মিয়াসহ লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে।