চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানা হলরুমে অফিসার ইনচার্জ আলী আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী। চুনারুঘাট থানার উদ্যোগে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস. এম. সুলতান খান মেম্বার, ওয়াহিদুল ইসলাম জিতু, এস আর রুবেল মিয়া, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া, সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমুখ।