স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর-চুনারুঘাটে সার্কেল এসপি হিসেবে যোগদান করেছেন নির্মলেন্দু চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার তিনি কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি সিলেটে সহকারি পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকলের পরিচিত মুখ। কর্মজীবনে তিনি হবিগঞ্জ সদর মডেল থানা, বানিয়াচং থানা ও সর্বশেষ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হবিগঞ্জ থেকে পদোন্নতি পেয়ে সিলেটে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি মাধবপুর ও চুনারুঘাট থানার সার্কেল এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ২৯ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার থেকে তাকে পদোন্নতি দিয়ে সার্কেল এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।