শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান ॥ শিক্ষার্থীদের আদর্শ মানুষ হতে হবে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন- প্রত্যেক অভিভাবকের উচিত নিজেদের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে পরিবারে সুখ-শান্তি আসবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গত এক যুগে শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদানের উপর একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। স্মরণিকায় প্রদত্ত বাণীতে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন- হবিগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ হচ্ছে জেনে আমি আনন্দিত। গত বছর এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কারণে আমি জেনেছি, শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শ মানুষ ছিলেন। আজকের এই দিনে আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি। এ বছর যে সকল শিক্ষার্থী আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি পাচ্ছে তারা লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এ প্রত্যাশা রইল। সেই সাথে মরহুমের স্মরণে এই বৃত্তি প্রদান কর্মসূচির পরিধি আরো বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করি।
দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। অনুষ্ঠানে শিক্ষাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরীর জীবনী পাঠ করেন বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রী নাহিদা খান সুর্মি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র অলিউর রহমান রাফি। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
প্রসঙ্গত, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহায়তায় প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com