শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন করেছে নালুয়া চা বাগানবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। বংশ পরম্পরায় যুগ-যুগ ধরে প্রতি বছরের ন্যায় এবারও অত্যান্ত ঝাকজমক পূর্ণভাবে নালুয়া চা বাগানের আদিবাসীসহ চা বাগানবাসীরা এই কারাম উৎসব পালন করেছে। গতকাল (৭ সেপ্টেম্বর) বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের ফুটবল খেলার মাঠে এ ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন করেছেন আদিবাসী সম্প্রদায়। নালুয়া চা বাগান আদিবাসীবৃন্দের আয়োজনে ও জেলার সকল আদিবাসীদের সার্বিক সগযোগিতায় সিলেট, মৌলভীবাজার, সাতগাঁও, সুরমা, দেউন্দী, লালচান্দ ও আমু-নালুয়া চা-বাগানসহ বিভিন্ন বাগান থেকে আগত ওরাওঁ, মুন্ডা, ঝড়া, হাড়িয়া, বারাইক, কর্মকার, ভূমিজ, তুরিয়া, নোহানী ও চাঁওতাল সম্প্রদায়সহ আদিবাসী সম্প্রদায়ের ১০-১২টি নৃত্যের দল অংশ নেয়। কারাম উৎসবে তারা তাদের নিজেদের ভাষা, সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন। কারাম একটি গাছের নাম। আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠির মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। পূজার সময় আদিবাসী দুই ভাই ধর্মা ও কর্মার জীবনী তুলে ধরা হয়। তারা বিশ্বাস করেন ধর্ম পালন করায় ধর্মা রক্ষা পান সকল বিপদের হাত থেকে। আর কর্মা ধর্ম পালন না করায় তার ক্ষতি হয়। কারামডাল অস্থায়ী মণ্ডপে পুঁতে রেখে পূজা-অর্চনা আর নাচ-গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে প্রতি বছর কারাম উৎসব পালিত হয়। এ সময় পুরো এলাকার আদিবাসীসহ সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয়। পূজা শেষে পরদিন কারাম ডাল উঠিয়ে গ্রামের তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ নেচে গেয়ে গ্রামের বাড়ি-বাড়ি ঘুরে পুকুরে জল বিসর্জন দেন। আদিবাসীরা এ কারাম উৎসবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। এ উৎসবে আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক দল তাদের নাচ-গান পরিবেশন করেন। আমুরোড হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক ও আদিবাসী সম্প্রদায়ের রামেস্বর ভৌমিক ও আকাসের সঞ্চালনায় আয়োজিত উৎসবে প্রথম অধিবেষনে সভাপতিত্ব করেন কপিল ওরাওঁ ও দ্বিতীয় অধিবেষনে সভাপতিত্ব করেন নালুয়া চা বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম। উৎসবে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্বার্থ ভৌমিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মোঃ লিটন জমাদার, বাগান সহকারী ব্যাবস্থাপক ইমতিয়াজ মান্নান, ইকবাল হোসেন, শাকনবী, চা-শ্রমিকদের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নৃপেন পাল, মেম্বারদের মধ্যে ছিলেন নটবর, মাখন গোষামী, রতন মুন্ডা, লস্করপুর ভ্যালীর সাধারণ সম্পাদক অনুরুদ্ধ বরাইক, নালুয়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি গোপেন্দ্র ওরাওঁ, আমু চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মহেস্বরসহ আদিবাসী সমপ্রদায়ের লোকজন প্রমুখ। সার্বিক ব্যাবস্থাপনা ও তত্বাবধানে ছিলেন হরেন্দ্র ওরাওঁ। উৎসব শেষে আদিবাসী সাংস্কৃতিক দলগুলোকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com