রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের ৬ দিন পর উমেদনগর গ্রামের এক ব্যক্তির লাশ উদ্ধার জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি ভূমি স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলে ॥ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচী অনুষ্ঠিত নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ সংঘর্ষে ৭ জন আহত জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের ১৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ॥ প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আহবায়ক, জি এম মাওলা সদস্য সচিব হযরত শাহ্জালাল (রা:) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ আহমেদের উপর হামলার প্রতিবাদে গ্রামবাসীর সভা অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ ঠিকাদার সমিতির কমিটি গঠিত ॥ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ সভাপতি লায়ন মোঃ কবির হোসেন সাধারণ সম্পাদক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্টিত

বানিয়াচঙ্গে বাসদের সভায় বক্তারা সমাজতান্ত্রিক ব্যবস্থা ছাড়া মুক্তি নেই

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে বাসদের সভায় বক্তারা বলেছেন, বাঙালী জাতি শোষণ-বঞ্চনা থেকে মুক্তি পেতে দুইবার দেশ স্বাধীন করেছে। একবার ব্রিটিশ থেকে পাকিস্তান আরেকবার পাকিস্তান থেকে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অতিবাহিত হলেও অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি পায়নি। আওয়ামীলীগ, বিএনপি-জামায়াতসহ চারদলীয়জোট, জাতীয় পার্টি এসব দল বার বার ক্ষমতা থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দেশ পরিচালনা করায় মানুষ মুক্তি পায়নি। মুক্তিযুদ্ধের চার মুলনীতির একটি সমাজতন্ত্র। যেটাকে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা বলা হয়। এ ব্যবস্থায় ধনী-গরীব সবাই সমানভাবে মৌলিক অধিকার ভোগ করতে পারে। কিন্তু স্বাধীনতার পর থেকে যেসব দল দেশ চালাচ্ছে সেসব দলগুলো লুটপাট ও দুঃশাসন চালিয়ে জনগণকে অধিকার বঞ্চিত করেছে। অধিকারহারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাসদের মতো দলের জন্ম হয়েছে। অধিকারহারা জনগণকে বাসদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম জোরদার করতে হবে। দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার গঠন করে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। সমাজতন্ত্র ছাড়া মানুষের মুক্তি নেই। দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশসহ পৃথিবীর দেশে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বামপন্থীদের সরকার গঠন হচ্ছে। বাংলাদেশের জনগণকেও এদিকে দৃষ্টি ফেরাতে হবে। শুক্রবার বিকালে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এআরসি কাউসারের সঞ্চালনায় আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও উদীচীর জাতীয় পরিষদ সদস্য ইমদাদুল হোসেন খান, জেলা বাসদ নেতা ডাক্তার সুনীল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা বাসদ নেতা শফিকুল ইসলাম, গুনই আঞ্চলিক শাখার বাসদ নেতা আবুল কালাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, উদীচীকর্মী আঙ্গুর মিয়া, রবিদাস সমাজের নেতা অনিল রবিদাস, শিক্ষার্থী সুজন মিয়া, আরমান আহমেদ, শাহরিয়ার খান নাফিজ, মিনহাজ চৌধুরী আয়েশ, লিপি সুলতানা মনি, হেনা আক্তার পলি, ফাহমিদা আক্তার সুমি, সাইফ উদ্দিন ইমদাদ, সাকিব মিয়া, কামরুল ইসলাম, মান্না আহমেদ, ইমদাদুল, কবির, রুবেল মিয়া, তাজ উদ্দিন তায়েফ, মোঃ আবজল আলম, মোঃ নাহিদ তালুকদার, অজয় রানা, হাসনাইন আরমান, দিলোয়ার রহমান নানু, সাব্বির রহমান, মিনহাজ মিয়া, অমিত মিয়া, মোঃ সজিব রহমান, শাকিল প্রমুখ। সভায় বক্তারা বিদ্যুৎ সংকট নিরসনে আমদানি নির্ভরতা পরিহার করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে স্বনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান। কুইক রেন্টাল নিয়ে পাশকৃত দায়মুক্তি আইন বাতিল করে ভুল নীতি ও দুর্নীতির সাথে জড়িতদের বিচারের দাবীও জানান। সভায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ঔষধের দাম কমানোর দাবীও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com