স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে প্রিয়া সাউন্ড সিস্টেম ও ডেকোরেটার্সের দোকানে কাজ করতে গিয়ে সাগর দাস (২২) নামের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ আনা হয়। এদিকে ওই দোকানের মালিক বুল্লা গ্রামের রিপন মিয়া পলাতক থাকায় সন্দেহ সৃস্টি হয়েছে। সে উপজেলার স্বজন গ্রামের সেন্টু দাশের ছেলে।
হবিগঞ্জ সদর হাসপাতালে সেন্টু দাশ জানান, ৩-৪ বছর ধরে সাগর বুল্লা বাজারের রিপন দাশের দোকানে কাজ করছে। গতকাল সকাল ১০টার দিকে সে রক্তমাখা অবস্থায় দোকানে পড়ে থাকে। কিন্তু দোকান মালিক রিপন সহ কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। ঘটনার কিছুক্ষণ পরই রিপন ও তার লোকজন সটকে পড়ে। স্থানীয় লোকজন দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে সাগরকে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনা সেন্টু দাষ জানেন না। বিকালে তারা সাগরকে ফোন দিলে ফোন বন্ধ পান। এরই মাঝে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, সাগর মারা গেছে। তাল মৃত দেহ হবিগঞ্জ সদর হাসপাতালে। সাথে সাথে তারা সদর হাসপাতালে আসেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহালের সময় তার বুকের নিচে রক্তমাখা ছিদ্র দেখা যায়। চিকিৎসক জানিয়েছেন, আঘাতের কারণেই দুইটি ছিদ্র হয়েছে। এতে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। যদি সময় মতো তাকে হাসপাতালে আনা হতো তাহলে হয়তো বা বেচে যেতো। তার পিতা আরও অভিযোগ করেন পরিকল্পিতভাবে তার ছেলেকে রিপন হত্যা করতে পারে। না হলে হাসপাতালে না এনে তারা কেনো পালিয়ে যাবে।
লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।