শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বিদ্যুৎ ব্যবহার না করেও এক পল্লীবিদ্যুৎ গ্রাহকের নামে ভুতুড়ে বিল এসেছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বাসিন্দা আঃ ছামাদের পুত্র হাবিবুর রহমান হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির একজন গ্রাহক। ওই সমিতি থেকে বাণিজ্যিক সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। যার মিটার নং- ১৭৭৬২৩৪২, হিসাব নং- ৬৫১/৬১৮০। পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক গত জুন-২০২২ ইং মাসের বিদ্যুৎ বিল দেয়া হয়।
উক্ত বিদ্যুৎ বিলের মিটার রিডিং এ দেখা যায়, পূর্ববর্তী ইউনিট ২১/০৫/২২ইং তারিখে ১৬২৫ ও বর্তমান ইউনিট ২১/০৬/২০২২ইং তারিখে ১৬২৫ মোট ব্যবহৃত ইউনিট ০ (শূন্য)। কিন্তু ওই বিদ্যুৎ বিলে সর্বসাকুল্যে বিল দেখানো হয়েছে ৫৩০ টাকা, পূর্ববর্তী মাসের বকেয়া বিল যুক্ত করা হয়েছে ৫০৬ টাকা এতে ওই বিদ্যুৎ বিলে বকেয়া সহ মোট বিল দেখানো হয়েছে, (৫৩০+৫০৬) = ১০৩৬ টাকা। এতে করে ওই গ্রাহক বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। ওই বিদ্যুৎ দেখে এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে।