বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২০১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন শ্রীমঙ্গল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। বৃহস্পতিবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক জনকণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি নীহারেন্দু হোম সজল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন এবং বিডিনিউজের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল এর শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমাদের সময় ও আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বেতার এর শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি রাজ কুমার সিংহ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য ডেইলী নিউনেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায়। এ ছাড়াও বক্তব্যদেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সহ-সভাপতি কাউছার ইকবাল ও দ্বীপংকর ভট্টাচার্য্য লিটন, সদস্য আব্দুস শুক্কুর, সৈয়দ সালাউদ্দিন, সৈয়দ আমিরুজ্জামান ও মামুন আহমদ। এ সময় সাংবাদিকরা বলেন, শ্রীঙ্গলের পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ রক্ষা, যানজট নিরসন, খেলার মাঠ উদ্ধার, জনবসতি থেকে ময়লার ভাগার অপসারন, ভাঙ্গা রাস্তা মেরামত, নিরাপদ খাদ্য নিশ্চিত করণ, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা, পাহাড়ী ছড়ার অবৈধ দখল উচ্ছেদ, পাহার কাটা রোধ, ও পরিচ্ছন্ন শহর গড়াসহ সর্বপরি নান্দনিক শ্রীমঙ্গল গঠনে উপজেলা প্রশাসনের কাজ করার সুযোগ রয়েছে। আর গণমাধ্যমকর্মীরা এসব কাজে সহযোগীতা করার আশাশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com