সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পইলে গরুচোরসহ অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে পইল ইউনিয়নে গরু চুরির প্রতিবাদ ও অন্যান্য অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০টায় পইল দেবপাড়ায় মরহুম সৈয়দ আহদুল হক সাহেবের বাংলোয় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পইল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোস্তফা মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বিশিষ্ট চিকিৎসক ও আওয়ামীলীগ নেতা ডা: সৈয়দ আবরার জাবের, নাজিরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুর রহিম, আব্দুল সাত্তার, পশ্চিম পাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো: মর্তুজ আলী, পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও ঠিকাদার মো: তাজুল ইসলাম, মো: আজম উদ্দিন, এড়ালিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি জয়নাল আবেদিন, আটঘরিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি টেনু মিয়া, পইল হাজীবাড়ির গ্রামের বিশিষ্ট মুরুব্বি মামনুর রশিদ শরীফ, উত্তরপাড় গ্রামের বিশিষ্ট মুরুব্বি এনামুল হক বিপ্লব, এস এম মানিক, ইউপি মেম্বার ছন্দু মিয়া, আব্দুল জলিল মিন্টু, কোরবান আলী, দুলাল মিয়া, মহিলা মেম্বার আমিনা খাতুন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, সৈয়দ সেলিম, শামীম মিয়া, আব্দুল শহীদ, টেনু মিয়া, মুফতি ইয়াসিন আহমেদ নাঈম প্রমুখ। বক্তারা বলেন, আজকের প্রতিবাদ সভা, চোর, মাদকসেবী অপরাধীদের অশনি সংকেত। পইল একটি আদর্শ গ্রাম, এ গ্রামে কোন ধরনের অপরাধী ও মাদকসেবী থাকতে পারবে না। বক্তারা আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলতে হবে। প্রতিবাদের অংশ হিসেবে এলাকার চিহ্নিত চোর ও মাদকসেবীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com