শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ তেল ছাড়া পানির রান্না জনগণের নিরব কান্না। চাল, ডাল, পেঁয়াজ, তেলের দাম কমিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। তেল ছাড়া তরকারী খাই, এমন সরকার দরকার নাই। মানুষ মরে অনাহারে, মন্ত্রী এমপি মশকারা করে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জগণের দূর্গতি, গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানি না, বাতিল কর। সর্বস্তরে টিসিবি, ওএমএস ও রেশনিং ব্যবস্থা চালু করা ইত্যাদি লেখা পোস্টার নিয়ে গতকাল সকাল ১১টায় বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আরডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শংকর শুক্লবৈদ্যের পরিচালনায় বক্তব্য রাখেন-কৃষক নেতা জাফর আলী, বাসদ (মার্কসবাদী) নেতা সামছুর রহমান, শ্রমিক নেতা আরব আলী, গনি মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, কামাল মিয়া, মজিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আজ মানুষ খাবার কমিয়ে দিয়েছে, অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছে। বিপরীত দিকে মন্ত্রী এমপিরা বলছেন মানুষের নাকি ক্রয়-ক্ষমতা বেড়েছে। এমন নাকি দেশে আর কোন ভিক্ষুক নেই। মানুষ নাকি প্রতিদিন এখন মোরগ খেতে পারছে। মন্ত্রী-এমপিদের এরূপ দায়িত্বজ্ঞানহীন কথাবার্তার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মন্ত্রীরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে বলে অজুহাত দেখাচ্ছেন। অথচ এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিন্ডিকেট ব্যবসায়ীদের যোগসাজসে বার বার দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। গ্যাস-বিদ্যুতের মূল্য বাড়াচ্ছে। তাই নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com