স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর এলাকার বিশিষ্ট মুরুব্বি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিনের পিতা বাহার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ। তিনি গতকাল সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- প্রবীন মুরুব্বি বাহার আলী ছিলেন একজন পরোপকারী মানুষ। একজন ধার্মিক, খোদাভির“ ও ভাল মানুষ হিসেবে সর্বমহলে উনার গ্রহনযোগ্যতা ছিল। তিনি ব্যক্তিগতভাবে আমাকে সন্তানের মত ¯েœøহ করতেন। আমার উপর মানব সৃষ্ট প্রত্যেকটি আপদে-বিপদে তিনি আমার ও আমার পরিবারের পাশে দাড়িয়েছেন, পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।