শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বিভিন্ন দপ্তরে মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার আবেদন

  • আপডেট টাইম শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন মোঃ তাউছ মিয়া নামে এক প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী। তিনি গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসারের নিকট এই আবেদন করেন। এরআগে তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাখাই উপজেলা নির্বাচন অফিসারের নিকটও একই আবেদন করেছেন।
আবেদনপত্রে তিনি বলেন- গত ২৬ ডিসেম্বর ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টিউবওয়েল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোড়াকরি গ্রামের মোঃ তাউছ মিয়া। ভোটের দিন মা-মনি হাসপাতাল ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে মোঃ তাউছ মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহরম আলীর নিকট থেকে উৎকোচ গ্রহন করে প্রিজাইডিং অফিসারের পরামর্শে মহরম আলীর লোকজন ভোট কেন্দ্রেই তাউছ মিয়ার উপর হামলা করে। এ সময় আহত তাউছ মিয়ার শোর চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। এর কিছুণ পরেই প্রিজাইডিং অফিসার ফুটবল প্রতিকের প্রার্থী মহরম আলীকে নির্বাচিত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় সুষ্ঠ নির্বাচনের স্বার্থে মা-মনি হাসপাতাল ভোট কেন্দ্রের পুনরায় ভোট গণনা এবং আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান মোঃ তাউছ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com