শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আইসিভিজিডি হত দারিদ্র গ্রামীণ নারীদের দরিদ্রতা থেকে মুক্তি ও তাদের খাদ্য পুষ্টি জীবন মান উন্নয়নের লক্ষ্যে আইসিভিজিডি’র এক অবহিত করণ সভা গতকাল দুপুর-১২ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেহেলি সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সেন, শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, মৎস্য অফিসার আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, খাদ্য সহযোগী সংস্থার প্রতিনিধি শফিক মোহিত হাসান, বিভিন্ন কর্মকর্তা, ইউপি সচিব। অবহিত করন সভায় জুম মিটিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন খাদ্য প্রোগাম পলিসি অফিসার শশাংক চন্দ্র দাস, এ সময় ৩ জন উপকার ভোগীদের মাঝে কার্ড বিতরন করেন।