শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

চিরনিদ্রায় শায়িত চুনারুঘাট আ.লীগ নেতা ফুল মিয়া ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাদ আসর নিজ বাড়ির সামনে জানাযার নামাজ শেষে সদর ইউনিয়নের গোলগাঁল গ্রামে পিতার কবরস্থানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। হবিগঞ্জ জেলা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার জনতা অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছেন এই নেতাকে। ঢাকা থেকে মরদেহ বাড়িতে পৌঁছার আগে থেকেই বাড়ির সামনে অপেক্ষমান আতœীয় স্বজন, নেতাকর্মী ও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন। আওয়ামীলীগ নেতা ফুল মিয়া বিগত ৩ সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতাজনিত কারনে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ৮ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৬ টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। জানাযার নামাজ শেষে গোঁলগাল পারিবারিক কবরস্থান পিতা মুরহুম হাজ্বী আব্দুস ছাত্তারের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন পুলিশ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়ে, এক পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। মরহুমের বড় ছেলে আব্দুল হান্নান রিপন তার পিতার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, সাটিয়াজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার বাহার, ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: রজব আলী, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: ইমান আলী, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাশ, পঙ্কজ সাহা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনিরুজ্জমান তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাঁতীলীগের সভাপতি খন্দকার কবির, ছাত্রলীগের বর্তমান আহবায়ক সুহেল আরমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com