মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১। শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুহৃদ সমাবেশ এর আয়োজনে এ বিতর্ক উৎসব শুরু হয়। এবারের বিতর্ক প্রতিযোগীতায় হবিগঞ্জ জেলা থেকে ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। অংশগ্রহনকারী স্কুলগুলো হল, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেডওয়ে মডেল স্কুল, জে কে এন্ড এইচকে হাই স্কুল, এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমী এন্ড হাই স্কুল, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রাণ আরএফএল উচ্চ বিদ্যালয়।
এবারের বিতর্ক প্রতিযোগীতায় বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে তমুল তর্ক-বিতর্ক করে প্রতিযোগীরা। পরে নির্বাচকদের রায়ে বিজয়ী হয়ে ফাইনালে উঠে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও প্রাণ আরএফএল উচ্চ বিদ্যালয়। ফাইনালে ‘প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করে’ বিষয়টি নিয়ে দু’ল তাদের তমুল যুক্তি তর্ক শেষ করে। পরে নির্বাচকদের রায়ে প্রাণ আরএফএল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ের উৎসবে মেতে উঠে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিতর্ক উৎসবে অংশ নেয় প্রীতম রায়, মীর তাসফিক সিফাত ও পার্থিব চন্দ দিব্য (দলনেতা)। প্রাণ আরএফএল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় জারিন তাসনিম উপমা, জিহাদ হোসেন ও রিফাহ মুজদানিবা ইরিন (দলনেতা)। বিতর্ক প্রতিযোগীতা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সমকাল’র হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। এছাড়াও বিচারক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবপুর ধর্মগড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সিনিয়র সহাকারী সচিব হারুনুর রশিদ সাগর, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ও বিশিষ্ট শিশু সংগঠক বাদল কুমার রায়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের প্রতিযোগীতের মধ্যে ক্রেষ্ট তুলে দেন।
প্রধান অতিথি শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। তাই সমকাল জেলা পর্যায়ে যে বিতর্ক উৎসবের আয়োজন করেছে তা খুবই প্রসংশাযোগ্য। তিনি বলেন, আজকের বিজয়ীরাই একদিন সারা দেশের মধ্যে এ উৎসবে প্রথম হতে পারে। তবে তার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com