সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে শাহ গাজী (র:) মোকামে অসামাজিক কর্মকান্ড বন্ধে নির্বাহী কর্মকর্তার কাছে গণ অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শাহ গাজী (র:) ও শাহ কালু (র:) মোকাম প্রাঙ্গনে অসামাজিক কর্মকান্ড নিয়ে ফোঁসে উঠেছেন সাধারন মানুষ। মোকামে অবস্থিত মোসাফিরখানা দখল করে একটি চক্র অসামাজিক কর্মকান্ড চালাচ্ছে বলে গণ অভিযোগ দায়ের করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে। গাজীপুর ইউনিয়নের কোনাগাও গ্রামের আঃ ছমেদসহ শতাধিক মানুষ অভিযোগে বলেছেন, চেকানগর গ্রামের আবু আহম্মদের পুত্র সিপন মিয়া তার স্ত্রী সন্তান নিয়ে মোকামের মোসাফিরখানা দখল করে বসবাস করছেন। সিপন মোকামের অভ্যন্তরে প্রতিরাতে মদ গাঁজা ও বহিরাগত যুবতীদের আসর বসিয়ে মাজারের পবিত্রতা নষ্ট করে চলেছেন। এতে সাধারন মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যপারে ইউপি চেয়ারম্যান হুমায়ূন খান বলেন, সিপনকে মোকাম থেকে তার বসতঘর সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে কিন্তু সিপন তা মানছে না। এদিকে সিপন মিয়া বিগত ৭ অক্টোবর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছমেদসহ ৬ জনের নামে মামলা করেছেন। মামলায় তিনি নিজেকে মোকামের খাদেম বলে দাবী করেছেন। ছমেদসহ কিছু মানুষ তাকে মোকাম থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছেন বলে মামলায় উল্লেখ করেন। এলাকাবাসিরা ঐতিহ্যবাহি শাহ গাজী (র:) ও শাহ কালু (র) মোকামের পবিত্র রক্ষা দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com