শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

ইভটিজিং নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে দীঘলবাক ইউপি’তে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩০১ বা পড়া হয়েছে

নবীগহ্জ প্রতিনিধি ॥ ইভটিজিং নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে গণ সচেতনতা তৈরির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদ হলরোমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া। ইউনিয়ন পরিষদের সচিব বলাই চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইয়াসমীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ছাদিক মিয়া, ইউসুফ আলী, ফখরুল ইসলাম জুয়েল, খালেদ হাসান দুলন, মহসিন মিয়া, খসরুজ্জামান খসরু, জিল্লুর রহমান ও বীট অফিসার এস,আই আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে প্রত্যেক ওয়ার্ড ও গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতা সৃষ্টি করে এসব অপরাধ কর্মকান্ড সমাজ থেকে নির্মূল করতে হবে। বক্তারা বলেন, শিশুদের সুরক্ষার ব্যাপারে অবশ্যই প্রত্যেক অভিভাবকদের অধিকতর মনোযোগী হতে হবে। ইভটিজিং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মুল করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com