বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান বাবাকে রগ কেটে হত্যা-চেষ্টা হবিগঞ্জ থেকে ছেলে গ্রেফতার ইউনাইটেড ফর লাখাই’র উদ্যোগে লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেফতার নবীগঞ্জে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান ॥ নির্ধারিত সরকারি ফি ব্যতীত অতিরিক্ত নিলে পরদিন সচিব পদে থাকবে না বানিয়াচংয়ের আন্তঃজেলা ডাকাত সর্দার শাহ আলম কারাগারে রতনপুরে ঠিকাদারকে মারপিট করে সর্বস্ব লুট ছিনতাইকারীকে উত্তম মধ্যম দিয়েছে জনতা

হবিগঞ্জে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব একে কাওসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সিরাজুল ইসলাম জীবন। এ সময় বক্তারা সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, জীবনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি মামলা প্রত্যাহারের বাস্তবায়ন না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপযোগী আইন প্রণয়ন করতে হবে। এছাড়াও বিএমএসএফ’র ১৪ দফা দাবীগুলো তুলে ধরে অনতি বিলম্বে সেগুলো কার্যকর করার জোর দাবী জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএমএসএফ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মশিউর রহমান, মীর মো. আব্দুল কাদির, সদস্য ডা. শেখ এম এ জলিল, এম সাজিদুর রহমান, রহমত আলী, মো. আব্দুল হান্নান, কাউছার আহমেদ টিপু, নিরঞ্জন গোস্বামী শুভ, মোতাব্বির হুসেন কাজল, মো. জমির আলী, ফয়সল আহমেদ পলাশসহ অন্যান্যরা।
এছাড়া সভায় হবিগঞ্জের ৯টি উপজেলায় আগামী ১৫ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠন, জেলা শাখায় আইনজীবি নিযুক্ত করা সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষে জেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com