শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

মাধবপুরের সুকন্তের হাতে তুলে দিয়েছেন নতুন সাইকেল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সম্প্রতি এক মধ্যবয়সী কুমারী নারীকে নিয়ে “সুকন্তর জীবন সংগ্রাম” শিরোনামে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর এক হৃদয়বান ব্যক্তি সুকন্ত তন্তবায়ের হাতে একটি নতুন বাইসাইকেল তুলে দিয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা, বর্তমানে কুমিল্লা ক্যান্টমেন্টে বসবাসকারী আলমগীর হোসেন নামে ওই ব্যক্তি দৈনিক আমাদেরসময় পত্রিকার মাধবপুর প্রতিনিধি মোহা. অলিদ মিয়াকে সাথে নিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানের ১০নং সেকশনে সুকন্তের বাড়ীতে যান। সুকন্তের জন্য নিয়ে আসা নতুন হিরো সাইকেল ও তার হাতে নগদ কিছু টাকা তুলে দেন। এসময় সুকন্তের ছোটভাই নয়ন তন্তবায়, বাগান পঞ্চায়েত নেতা স্বপন তন্তবায় ও সুধাম তন্তবায় সাইকেল দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন সাইকেল পেয়ে সুকন্ত ও ছোটভাই বোন মহা খুশি। সুকন্ত তন্তবায়, হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানের ১০নং সেকশনের বাসিন্দা। আরো দশটা নারীর মত গৃহ কিংবা অন্যসব মেয়েলি কাজে নিয়োজিত হতে না পেরে নারীত্বের শৃংখল ভেঙ্গে সাইকেলের হাতল ও প্যাডেল চেপে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। বাবা মনিন্দ্র তন্তবায় ও মা লক্ষী তন্তবায় এর সংসারের বড় মেয়ে সুকান্ত তন্তবায়। জ্যোস্না তন্তবায় ও সুমিত্রা তন্তবায় নামে ছোট দুটি বোন রয়েছে তার। একমাত্র ভাই নয়ন তন্তবায়সহ পরিবারের সদস্য ৪জন। প্রায় ৬ বৎসর আগে কিছু দিন ব্যবধানে পিতা মাতা উভয় মারা যায় সুকন্তের। ছোট বোন জ্যোস্নাকে বিয়ে দিলেও সংসারের ঘানি টানতে গিয়ে নিজেকে কারো ঘরের ঘরনি ভাবার স্বপ্ন দেখার সময় পাননি ২১ বছরের সুকন্ত। জীবন ও জীবিকার তাগিদে পুরুষ-মহিলা কোন অনুভূতিই মাথায় আসেনা তার। ছোট ভাই বোন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই একমাত্র উপলব্ধি। একমাত্র ভাই নয়ন তন্ত বায় এর চা বাগানে দৈনিক ১০২টাকা বেতনের কাজে পরিবারের ভরনপোষন সম্ভব হয়না বলেই জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। ছোট বেলায় শখের বসে লব্দ করা দ্বিচক্রযান চালানো জীবনের মাঝপথে জীবন বাচানোর সংগ্রামে গুরুত্বপূর্ন অংশে পরিনত হয়েছে। লাকড়ি কাটার দা’টি নিজের থাকলেও সুকান্ত ও তার কুড়ায়িত লাকড়ি বহনের দুই চাকার সাইকেলটি নিজের না। জেঠা (বাবার বড় ভাই) স্বরবিন্দু তন্তবায় এর সাইকেটি চেয়ে নিয়ে প্রতিদিন প্রায় ৭কি.মি. প্যাডেল মেরে মাহঝিল এলাকায় গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত লাকড়ি কুড়িয়ে সাইকেলের পিছনে বেধে সাইকেল চালিয়ে বাজারে এনে বিক্রি করত। সংগ্রহীত লাকড়ি ১শ থেকে সর্বোচ্চ ১২০ টাকা বিক্রি করতে পারে। এই সংবাদটি চাপা হবার পর ওই হৃদয়বান ব্যক্তি কুমিল্লা থেকে এসে নতুন সাইকেল ও কিছু টাকা তার হাতে তুলে দিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com