বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে মেশিন দিয়ে চলছে ধান কাটা

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৬৩৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বোরো ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। প্রশাসনের সহায়তায় ইতিমধ্যে হাওরের প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। এবার দ্রুত ফসল ঘরে তুলতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চলছে ধান কাটা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধান কাটার মেশিন পেয়ে খুশি কৃষকরা। জেলা প্রশাসন তদারকি করছে ধানকাটা ব্যবস্থাপনা।
সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলায় এবার ১৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এখন পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। দ্রুত ফসল ঘরে তুলতে প্রধানমন্ত্রীর উপহার ১৫টি কম্বাইন হারভেস্টার মেশিন বরাদ্দ হয়েছে এ উপজেলায়। তাই শ্রমিক সংকটের মাঝেও ফসল তুলতে বেগ পেতে হচ্ছে না কৃষকদের। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে একদিনেই প্রায় ৫ একর জমির ধান কাটা ও মাড়াই করা যায়।
গজনাইপুর গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, ‘এক একর জমিতে ধান কাটা মাড়াই করতে খরচ ছিল প্রায় ১০ হাজার টাকা। এখন মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দী করে বাড়িতে নেয়া যাচ্ছে ৬-৭ হাজার টাকার মধ্যে।’
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। ইতমধ্যে বাইরের জেলা থেকে শ্রমিক সংগ্রহ করা হয়েছে। এমনকি প্রত্যেক ইউনিয়নে শ্রমিকদের তালিকা করে দল গঠন করা হয়েছে।’
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজউদ্দিন খান বলেন, ‘মাঠে ফলন ভাল হয়েছে। কৃষকদের কোনও সংকট নেই। জেলা প্রশাসক শ্রমিকদেরকে প্রণোদনা দিচ্ছেন, কৃষি বিভাগ মনিটরিং করছে। ৮০ ভাগ ধান পাকতে সময় লাগবে ১৫ থেকে ২০ দিন। মেশিন ও শ্রমিকের সহায়তায় ধান কাটতে সমস্যা নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘ফসলের সামান্যতম ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। নেওয়া হয়েছে সমন্বিত উদ্যোগ। আবহাওয়া ভালো রয়েছে। আশা করি কৃষক সব ধান ঘরে তুলতে পারবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com