প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাউদপুর গ্রামস্থ ও ৫ মৌজা সম্বলিত বহরমপুর, কারখানা, বোয়ালজুর, দাউদপুর ও দরবেশপুর গ্রাম নিয়ে গঠিত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ্ ময়দান এর পূর্ণ: নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বিকালে ঈদগাহ্ ময়দানের পূর্ণঃ নির্মাণ কাজের উদ্বোধনের পূর্বে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল কাদির, ৯নং ওয়ার্ড মেম্বার ফখরুল ইসলাম জুয়েল, মোঃ নুরুল আমীন, মোঃ খালিছ মিয়া, মোঃ ছুপন মিয়া, নামদার মিয়া, আতাউর রহমান, আব্দুল হামিদ, রব্বান মিয়া, ছালিক মিয়া, আব্দুল বাহার, আবু সালেহ জীবন, মিজানুর রহমান, এনামুল মিয়া, আবির মিয়া, আব্দুল হান্নান, হাজী আব্দুর রউফ, হাজী আব্দুল মালিক, হাজী মানিক মিয়া, সাবেক মেম্বার আশিক মিয়া, হাজী শফিক মিয়া, সাবেক মেম্বার তরাজ মিয়া, হাজী ফরুক মিয়া, কমরুজ্জামান, নুনু মিয়া, ধন মিয়া, সমসু মিয়া, নূর মিয়া, আকল মিয়া, ফারুক মিয়া, সাংবাদিক এম মুজিবুর রহমান, জাহিদুর রহমান, জুনেদুর রহমান, মুহ্বিুর রহমান, আতর আলী, সুন্দর মিয়া, আকলিছ মিয়া, মস্তর আলী, সমসর আলী, মহব্বত মিয়া, মনির মিয়া, হান্নান মিয়া, তৈয়ব আলী, মুফতি মিয়া, মোবাশ্বির মিয়া, কলন্দর মিয়া, কাউসার আহমেদ, মোঃ কামাল মিয়া, লুকমান হোসেন লক্কু, গুলজার মিয়া, কাজল মিয়া, গফুর মিয়া, খালেদ মিয়া, এম,এ আলী, রিপন মিয়া ও ঠিকাদার মোঃ মতিন খাঁন সহ ৫ মৌজার সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।