বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

৭২ ঘণ্টার মধ্যে রুম্পার মৃত্যুর রহস্য উন্মোচন না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা মৃত্যুর দুদিন পেরিয়ে গেছে। এরপরও সংশ্লিষ্টরা তার মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রুম্পার মৃত্যু রহস্য উন্মোচিত না হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।
শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও সিদ্ধেশ্বরী স্থায়ী ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন শিক্ষার্থী ও তার সহপাঠীরা। ইংরেজী বিভাগের ছাত্র রাখিল খন্দকার নিশান বলেন, রুম্পার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এমনকি লাশ দাফন সম্পন্ন হয়েছে কিন্তু এখন পর্যন্ত সে কি আতœহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে এই প্রশ্নের জবাব মেলেনি! যদি তাকে হত্যা করা হয়ে থাকে তবে হত্যাকারীকে সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আমার বোনের লাশে ডিজিটাল বাংলাদেশ চাই না’, ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখিনা কাউকে’, ‘জাস্টিস ফর রুম্পা’, ‘রাইস আপ স্টাণ্ড আপ’ প্লাকার্ড হাতে বিচার দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এসময় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরাম সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বলেন, শুরু থেকেই এই হত্যাকান্ডের অন্য দিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। নুসরাতের ঘটনাতে যেমন হয়েছিলো। অন্য কোনো ইস্যুতে যেন রুম্পা হত্যাকান্ড ধামাচাপা না পড়ে সেদিকে আমাদের নজর দিতে হবে। এ সময় প্রশাসনের কাছে রুম্পা হত্যার বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা। রুম্পার সহপাঠীরা মানববন্ধনে বলেন, আর যেন কোনো রুম্পাকে এভাবে যেনো দেখতে না হয়। যদি এটি আতœহত্যা হয় তবে যে প্ররচনা দিয়েছেন, আর হত্যাকান্ড হলে খুনীর ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করতে হবে। অন্যথায় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে রাজপথে নেমে আসবে। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাতমসজিদ সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় সড়কে যানচলাচল সাময়িক বন্ধ থাকে। মিছিলটি ১৯ নম্বর সড়ক প্রদক্ষিণ করে মূল ক্যাম্পাসে ফিরে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com